Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিকারুননিসার অধ্যক্ষের পদত্যাগ দাবি অভিভাবকদের

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২১ ১৮:০৪

ঢাকা: নভেল করোনাভাইরাস কোভিড-১৯ মহামারির সময়ে টিউশন ফি আদায়সহ নানা স্বেচ্ছাচারিতার অভিযোগে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের পদত্যাগ দাবি করেছে শিক্ষার্থীদের অভিভাবকরা। তাদের দাবি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) নির্দেশনা অমান্য করে তিনি অভিভাবকদের ‘পকেট কেটেছেন’।

বুধবার (১৭ নভেম্বর) রাজধানীর রিপোর্টাস ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাধারণ অভিভাবকদের পক্ষে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন আনিসুর রহমান আনিস।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে আনিসুর রহমান বলেন, ‘২০২০ সালের ১৮ নভেম্বর মাউশি টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি ধার্য না করার নির্দেশ দিয়েছে। এবং ২০২০ সালে যাদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হয়েছে তা ফেরত দিতে বা পরবর্তী বেতনের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘মাউশির নির্দেশ অমান্য করে এই অধ্যক্ষ অতিরিক্তি ফি ফেরত দেননি। অধিকিন্তু ২০২১ সালের তিন হাজার টাকা করে সেশন চার্জ আদায় করেছে। এটি একটি শাস্তিযোগ্য অপরাধও বটে। তাই আমরা এই অধ্যক্ষের পদত্যাগ দাবি করছি।’

পরে আনিসুর রহমান সারাবাংলাকে বলেন, ‘এই অধ্যক্ষ একের পর এক স্বেচ্ছচারিতা করে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে পণ্য বানিয়ে ফেলছেন। অভিভাবকদের পকেট কাটছেন। মন্ত্রণালয় এবং মাউশির কোনো নির্দেশনাই তিনি মানেন না। শিক্ষার স্বার্থে তার পদত্যাগ দাবি করছি।’

পরে এ বিষয়ে জানতে ভিকারুননিসার অধ্যক্ষ কামরুন নাহারকে কল দিলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সারাবাংলা/টিএস/পিটিএম

অধ্যক্ষ টপ নিউজ পদত্যাগ দাবি ভিকারুননিসা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর