Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালে ডুবে যাওয়া নৌকা থেকে মাঝির লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২১ ১৭:১৪

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত শিকলবাহা খালে ডুবে যাওয়া একটি নৌকা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি ওই নৌকার মাঝি বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে শিকলবাহা খাল থেকে স্থানীয় ডকইয়ার্ডের শ্রমিকরা নৌকাটি উদ্ধার করেন। এসময় নৌকার কেবিনে লাশটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

মৃত মো. মহিউদ্দিনের (৩৫) বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সারাবাংলাকে বলেন, ‘গত রোববার রাতে শিকলবাহা খালে একটি ডকইয়ার্ডে মেরামতের জন্য নৌকাটি নেওয়া হয়। সেটি ডকইয়ার্ডের ঘাটে নেওয়ার পর রোববার রাত থেকে সোমবার ভোরের মধ্যে কোনো একসময় ডুবে যায়। খালি নৌকাটিতে শুধু মাঝি ছিল। ডকইয়ার্ডের শ্রমিকরা আজ (বুধবার) সকালে নৌকাটি তোলার পর দেখা যায় কেবিনে মাঝি মৃত অবস্থায় পড়ে আছে।’

মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পুলিশের কর্মকর্তা মিজানুর রহমান।

সারাবাংলা/আরডি/আইই

কর্ণফুলি চট্টগ্রাম

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর