‘সব টাকা ভর্তুকিতে দিলে কিন্তু উন্নয়ন হবে না!’
১৭ নভেম্বর ২০২১ ১৭:০৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ১৯:১১
ঢাকা: বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার কারণেই দেশে ডিজেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বেশি দামে কিনে দেশে কম দামে জ্বালানি বিক্রির কারণে সরকারকে ভর্তুকি দিতে হয়। এখন দাম বেড়ে যাওয়ায় আরও বেশি ভর্তুকি দিতে হলে উন্নয়ন কর্মকাণ্ড থমকে যাবে।
বুধবার (১৭ নভেম্বর) সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কয়েকজন গণভবন প্রান্তে এবং বাকিরা তেজগাঁওয়ে প্রধানমন্ত্ররি কার্যালয় প্রান্তে উপস্থিত ছিলেন।
ডিজেলের দাম বাড়ানোর প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, ডিজেলের জন্য বছরে সরকারকে ২৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়। আর জ্বালানি খাতে মোট ভর্তুকি দিতে হয় ৫৩ হাজার কোটি টাকা। সরকার যে বিদ্যুৎ দিচ্ছে প্রান্তিক পর্যায়ের মানুষকে, সেখানেও সরকার ভর্তুকি দিচ্ছে। যে টাকায় বিদ্যুৎ বিক্রি করা হচ্ছে, তাতে উৎপাদন খরচও উঠছে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, এখন আপনারাই বলেন, আর কত টাকা ভর্তুকি দেওয়া যাবে? বাজেটের সব টাকা কি ভর্তুকিতে দিয়ে দেবো? তাহলে কিন্তু উন্নয়ন কর্মকাণ্ড থেমে যাবে। আর কোনো উন্নয়ন হবে না।
সারাবাংলা/এনআর/টিআর