Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত্যু, সংক্রমণ, শনাক্তের হার— সবই বেড়েছে ২৪ ঘণ্টায়

সারাবাংলা ডেস্ক
১৭ নভেম্বর ২০২১ ১৬:৪৩

ফাইল ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন সংক্রমণ ও করোনা সংক্রমণ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। আগের দিন করোনা সংক্রমণ নিয়ে দুই জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয় জন। অন্যদিকে আগের দিন ২১৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা হয়েছে ২৬৬ জন।

এদিকে, আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের কমলেও গত ২৪ ঘণ্টায় এই হার বেড়েছে। আগের দিন সংক্রমণের হার ছিল ১ দশমিক শূন্য ৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ১ দশমিক ৩৫ শতাংশ।

বিজ্ঞাপন

বুধবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সেই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর এসব তথ্য জানানো হয়েছে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৩৬টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬২৮টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৯ হাজার ৬৪৮টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। নতুন ও পুরনো নমুনা মিলে এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৬৭০টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬ লাখ ৫৪ হাজার ২১৪টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ লাখ ৬৯ হাজার ৮৩টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ২৯ লাখ ৮৪ হাজার ৮৪১টি।

২৪ ঘণ্টায় বেড়েছে শনাক্ত-সংক্রমণ

বিজ্ঞাপন

আগের দিন দেশে ২১৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ২৬৬ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক শূন্য ৩ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১ দশমিক ৭৯ শতাংশ।

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে

গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ২২৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যু ৬ জনের

করোনা সংক্রমণ নিয়ে আগের দিন দুেই জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয় জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট ২৭ হাজার ৯৩৪ জন মারা গেলেন। সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া নারী-পুরুষের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় যে দুই জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন তাদের দুইজন পুরুষ ও চারজন নারী। এ নিয়ে দেশে করোনায় পুরুষ রোগীর মৃত্যু হয়েছে ১৭ হাজার ৮৭৯ জনের। এ ছাড়া নারী রোগী মারা গেছেন ১০ হাজার ৫৫ জন। এ পর্যন্ত পুরুষ রোগীর মৃত্যুর হার ৬৪ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৬ শতাংশ।

বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান

বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় যে ছয়জন মারা গেছেন তাদের মধ্যে ৫১ থেকে ৬০ বছর বয়সী রয়েছেন দুইজন, ৬১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন চারজন। এর বাইরে অন্য কোনো বয়সী কেউ গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা যাননি।

মৃত শুধু ঢাকা, রাজশাহী ও সিলেটে

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকায় মারা গেছেন একজন, রাজশাহীতে দুইজন ও সিলেটে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন সরকারি হাসপাতালে, একজন বেসরকারি হাসপাতালে ও একজন বাসাবাড়িতে মারা গেছেন। এ ছাড়া দেশের বাকি পাঁচ বিভাগে করোনায় কেউ মারা যাননি।

সারাবাংলা/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর