জনপথ মোড়ের বিস্ফোরণে আরও ১ জনের মৃত্যু
১৭ নভেম্বর ২০২১ ১৩:৩২ | আপডেট: ১৭ নভেম্বর ২০২১ ১৩:৩৪
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর সায়দাবাদের জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধের ঘটনায় আরও একজন মারা গেছেন। মৃতের নাম শফিকুল ইসলাম (৪০)। এ নিয়ে এখন পর্যন্ত এ ঘটনায় চারজন মারা গেলেন।
বুধবার (১৭ নভেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে বার্ন ইনস্টিটিউটে মারা যান শফিক।
এ বিষয়ে ডা. আইউব হোসেন বলেন, মৃত শফিকুলের ৭৮ শতাংশ দগ্ধ ছিল। তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্থ হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হলো।
তিনি বলেন, গত মঙ্গলবার ভোর ৬টার দিকে মারা যায় রিপন মিয়া। আর সকাল সাড়ে ৯টার মারা যায় আবুল কালাম। বার্ন ইনস্টিটিউটের হাইডিপেন্ডেন্সি ইউনিটে (আইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এর আগে গত ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে ৩৪ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান বিশ্বনাথ (৬০)।
ডা. আইউব হোসেন আরও জানান, গত শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ীর সায়দাবাদের জনপথ এলাকা থেকে ছয়জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসে। এদের মধ্যে শামসুদ্দিন রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে কবির হোসেন (৪০) ৮৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
এর আগে গত শুক্রবার ১২ নভেম্বর সন্ধ্যায় সায়দাবাদের জনপদ মোড়ে একটি দোতলা মার্কেটের নিচ তলাতে গ্যাস সিলিন্ডারের দোকান থেকে এই বিস্ফোরণ ঘটনা ঘটে। এ ঘটনায় তারা দগ্ধ হয়।
মৃত শফিকুলের বড় ভাই নুর আলম জানান, তাদের বাড়ি সুত্রাপুর হাজী আব্দুল মজিদ লেনে। শফিকুলের একটি ছেলে রয়েছে। তিনি সায়দাবাদের গ্যাস সিলিন্ডারের দোকানে রঙের কাজ করতেন।
সারাবাংলা/এসএসআর/এনএস