Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের ৬ মাদক আসামিকে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২১ ২২:১৪ | আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ২২:১৭

প্রতীকী ছবি

ঢাকা: মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৬ মামলায় ছয় আসামিকে ৬ মাস পর্যন্ত প্রত্যেক সপ্তাহে একদিন ঢাকা দক্ষিণ বা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করার দণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড না দিয়ে এই ব্যতিক্রমী রায় ঘোষণা করেন। এর আগে গত ৯ নভেম্বর রাজধানীর ৫টি থানার মাদকের মামলায় আদালত ৫ আসামির একই দণ্ড দিয়েছিলেন। সংশ্লিষ্ট আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

দণ্ডিত আসামিরা হলেন- রামপুরা থানার মাদক মামলার আসামি রবিন সরদার, তার কাছে ১৫ পিচ ইয়াবা পাওয়া যায়। হাতিরঝিল থানার ১৫ পিচ ইয়াবা মামলার আসামি তুহিন, ডেমরা থানার ৪৫ গ্রাম গাজা মামলার আসামি হান্নান, শাহআলী থানার ১৫ পিচ ইয়াবা মামলার আসামি কামরুল ইসলাম, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৫ পিচ ইয়াবা মামলার আসামি মো. শাহজাহান এবং শেরেবাংলানগর থানার ৫০ গ্রাম গাঁজা মামলার আসামি স্বাজ্জিত রহমান সাজিন।

এ বিষয়ে পিপি আজাদ রহমান বলেন, আজ (মঙ্গলবার) মামলাগুলোয় চার্জশুনানির দিন জন্য ছিল। আসামিরা নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। এরপর আদালত আসামিদের প্রচলিত সাজার পরিবর্তে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে উল্লেখিত শর্তে এক বছরের জন্য প্রবেশন মঞ্জুর করেন।

রায়ে আদালত আরও ৪টি শর্ত দিয়েছেন। সেগুলো হলো- প্রবেশনকালীন এক বছর সময়ের মধ্যে আসামিরা ধর্মীয় অনুশাসন মেনে চলবেন, অসৎ ও খারাপ সঙ্গ ত্যাগ করবেন এবং একই অপরাধ ও অন্য কোনো রূপ অপরাধ করবেন না।

বিজ্ঞাপন

আদেশে বলা হয়েছে, আসামিদের শাস্তির পরিবর্তে সংশোধনের সুযোগ প্রদান করা সমীচীন মর্মে গণ্য হলো। আসামিদের দেশের একজন সৎ পরিশ্রমী ও আইন মান্যকারী নাগরিক হিসেবে পুর্নবাসনের লক্ষ্যে এবং একই অপরাধ পুনরাবৃত্তি বা অপরাধী কর্তৃক অন্যান্য অপরাধ সংঘটন প্রতিরোধ কল্পে ৫ শর্তে প্রবেশন মঞ্জুর করা হলো।

সারাবাংলা/এআই/এনএস

৬ মাদক আসামি পরিচ্ছন্নতা কর্মী মাদক মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর