২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা
১৬ নভেম্বর ২০২১ ১৮:২৬ | আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ১৮:৫০
ঢাকা: ওজন ও পরিমাপে কারচুপির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বাড্ডা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগরীর বাড্ডা এলাকায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মেসার্স ইশরাত অ্যাগ্রো ফার্ম প্রতিষ্ঠানটির দই, মরিচের গুঁড়া ও দুধের পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় মেসার্স ব্রাইট ফার্নিশিং নামক পর্দার দোকানে মিটার স্কেলের বাৎসরিক ভেরিফিকেশন সনদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই। একইসঙ্গে প্রতিষ্ঠান দু’টির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে পরিদর্শক মো. ইনজামামুল হক অংশ নেন।
সারাবাংলা/ইএইচটি/টিআর