Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি একাব্বর হোসেনের মৃত্যুতে বস্ত্র ও পাট মন্ত্রীর শোক

সারাবাংলা ডেস্ক
১৬ নভেম্বর ২০২১ ১৮:৫২ | আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ১৮:৫৪

বাম থেকে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও একাব্বর হোসেন, ছবি: সারবাংলা

ঢাকা: টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই শোক জানান বস্ত্র ও পাট মন্ত্রী।

এই শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

এর আগে মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকার সিএমএইচএ চিকিৎসাধীন একাব্বর হোসেনের মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন বলে তার পরিবার জানিয়েছে। ২০০১ সাল থেকে টানা চারবার নৌকা প্রতীক নিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

সারাবাংলা/এনএস

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক টাঙ্গাইল-৭ বস্ত্র ও পাট মন্ত্রীর শোক মো. একাব্বর হোসেন