Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পর্যায়ক্রমে দেশের সব শিক্ষার্থী ভ্যাকসিনের আওতায় আসবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২১ ১৮:৪২

চাঁদপুর: জেলার ১২-১৮ বছরের শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় চাঁদপুর আল আমিন স্কুল অ্যান্ড কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।

এসময় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রথম দিনে ৪০০ শিক্ষার্থী ভ্যাকসিন নেওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছেন।

কর্মসূচি উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে একযোগে শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া সম্ভব না হলেও; পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।

সারাবাংলা/একেএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর