Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুত্রবধূর সঙ্গে অভিমান করে কীটনাশক পানে শাশুড়ির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২১ ১৭:৪১

প্রতীকী ছবি

বরিশাল: জেলার আগৈলঝাড়ায় পুত্রবধূর সঙ্গে অভিমান করে কীটনাশক পানে শাশুড়ি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (১৫ নভেম্বর) রাতে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যার দিকে উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের স্বামীর বাড়িতে বসে কীটনাশক পান করেন গৃহবধূ জোসনা সরকার (৫০)। তিনি ওই গ্রামের জোগেন্দ্র নাথ সরকারের স্ত্রী।

বিজ্ঞাপন

নিহতের বড় ছেলে জয়দেব সরকার বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে গতকাল সোমবার দুপুরের দিকে মায়ের সঙ্গে আমার স্ত্রী সিমা সরকারের কথা কাটাকাটি হয়। এজন্য মা অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন। তাৎক্ষণিকভাবে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা রাতে মায়ের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিলা আক্তার বলেন, মাত্রাতিরিক্ত কীটনাশক পান করায় জোসনা নামের ওই নারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওয়াশ করে কীটনাশক বের করা হয়। কিন্তু তার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জোসনা সরকারের সঙ্গে তার পুত্রবধূ সিমা সরকারের ঝগড়া-বিবাধ দীর্ঘদিনের। শাশুড়িকে সম্মান দিতেন না তার পুত্রবধূ। এ নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া এমনকি শাশুড়িকে অপমানজনক কথা বলতেন পুত্রবধূ। এ কারণেই সর্বশেষ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি।

আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলামম বলেন, নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আপাতত একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

কীটনাশক পান পুত্রবধূর সঙ্গে অভিমান শাশুড়ির মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর