ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে পুলিশ কনস্টেবল গ্রেফতার
১৬ নভেম্বর ২০২১ ১৬:১১ | আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ১৬:১৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাওয়ার পথে এক পুলিশ কনস্টেবল কুমিল্লায় গ্রেফতার হয়েছেন। ওই কনস্টেবল চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার বলীরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গ্রেফতারের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজার সামনে থেকে সোমবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করেছে। এসময় তার কাছে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতার মুন্সী আজমীর হোসেন (৩৫) বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার কালিগাতী গ্রামের মুন্সী নুরুল ইসলামের ছেলে।
কুমিল্লার দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আজমীরকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে রাতে থানায় মামলা হয়েছে। আজমীর সিএমপির বাকলিয়া থানায় কর্মরত ছিল। তাকে আদালতে হাজির করা হয়েছে।’
মামলার এজাহারে বলা হয়েছে, চট্টগ্রাম থেকে নম্বরবিহীন একটি মোটরসাইকেল চালিয়ে আজমীর ঢাকা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি টোল প্লাজার সামনে মোটরসাইকেলের গতিরোধ করে তাকে আটক করা হয়। কাঁধে থাকা একটি স্কুলব্যাগে তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে আজমীর জানান, চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা ইয়াবা বিক্রেতা শাহ আলমের কাছ থেকে সে ইয়াবাগুলো সংগ্রহ করে ঢাকায় এক মাদক বিক্রেতার কাছে হস্তান্তরের জন্য যাচ্ছিলেন।
গ্রেফতার আজমীর ও পলাতক শাহ আলমের বিরুদ্ধে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাশ বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলাটি দায়ের করেছেন।
জানতে চাইলে সিএমপির বাকলিয়া থানার ওসি রাশেদুল হক সারাবাংলাকে বলেন, ‘আজমীর বলিরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিল। সোমবার ভোর ৬টা পর্যন্ত সে ডিউটিতে ছিল। এরপর আট ঘণ্টার বিশ্রামে ছিল। কর্মস্থল থেকে ছুটি না নিয়ে বিশ্রামের ফাঁকে সে ইয়াবা নিয়ে ঢাকার পথে রওনা দিয়েছিল। বিকেলে আমরা আজমীরকে গ্রেফতারের খবর পাই।’
সারাবাংলা/আরডি/টিআর