Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিকে শামীমের মায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২১ ১৫:১৫

জিকে শামীম, ফাইল ছবি

ঢাকা: কথিত যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের মা আয়েশা আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের মামলায় এ আদেশ দেন আদালত।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালত জিকে শামীম এবং তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুদকের দেয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পলাতক থাকায় আয়েশা আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একইসঙ্গে আগামী ১৫ ডিসেম্বর গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন আদালত।

চলতি বছর শুরু দিকে দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। জানা যায়, ২০১৯ সালের ২১ অক্টোবর জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন ।

সারাবাংলা/এআই/এনএস

আয়েশা আক্তার গ্রেফতারি পরোয়ানা জিকে শামীম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর