রেডিসন হোটেল থেকে ‘লাফিয়ে পড়ে’ যুবকের মৃত্যু
১৬ নভেম্বর ২০২১ ১৩:০১ | আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ১৫:৪০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পাঁচতারকা ‘রেডিসন ব্লু বে ভিউ হোটেলে’র ২০ তলার ওপর থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক হোটেলের রেস্টুরেন্টে খাওয়া শেষে নিজেই লাফ দেন বলে তথ্য পেয়েছে পুলিশ।
সোমবার (১৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই কোতোয়ালী থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃত যুবক আরিফ কবির (২৪) ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন সারাবাংলাকে জানান, আরিফ রেডিসন হোটেলের ২০ তলার রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া করেন। এরপর বের হয়ে নিজেই ২০ তলা থেকে নিচে লাফ দেন। ভবনের ষষ্ঠ তলায় গিয়ে পড়ে গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি নেজাম জানিয়েছেন, আরিফের কাছে কক্সবাজার থেকে ঢাকাগামী বাসের টিকেট পাওয়া গেছে। তার চট্টগ্রামে আসার কারণ ও মৃত্যুর বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
সারাবাংলা/আরডি/এমও