Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় বছরের সাজা এড়াতে ৭ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২১ ১০:০০ | আপডেট: ১৬ নভেম্বর ২০২১ ১০:০৫

নোয়াখালী: স্ত্রীর দায়ের করা মামলায় ২০১২ সালে দেড় বছরের সাজা হয়। সেই সাজা এড়াতে ছিলেন ৭ বছর পলাতক। তবে শেষ রক্ষা হয়নি। সোমবার (১৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪ নম্বর আলাইয়ারপুর ইউনিয়ন থেকে গ্রেফতার হয়েছেন পলাতক আসামি মো. নুরুল ইসলাম (৩৮)।

গ্রেফতারকৃত মো. নুরুল ইসলাম বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ধৃতপুর গ্রামের মজিদ পাটোয়ারী বাড়ির মৃত আবু বোরহান পাটোয়ারীর ছেলে। তিনি দীর্ঘ সাত বছর ওমানে পালিয়ে ছিলেন।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘২০১২ সালে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চোপুল্লি ইউনিয়নের জয়পুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে খালেদা আক্তার পনিকে বিয়ে করেন নুরুল ইসলাম। তাদের আট বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের দুই বছরের মাথায় ননদের সঙ্গে ঝগড়াকে কেন্দ্র করে আদালতে মামলা করেন খালেদা আক্তার। এসময় ওমান চলে যান নুরুল।’

ওসি মীর জাহেদুল হক রনি আরও বলেন, ‘আদালত ওই মামলায় নুরুল ইসলামের দেড় বছরের সাজা ঘোষণা করেন। এরপর থেকে দীর্ঘ সাত বছর ওমানেই ছিলেন তিনি। চলতি বছরের ১৩ অক্টোবর দেশে আসেন নুরুল ইসলাম। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

সারাবাংলা/এমও

গ্রেফতার টপ নিউজ পলাতক

বিজ্ঞাপন

এক মিনিটে নেইমারের আয় ৩০ কোটি!
১২ জানুয়ারি ২০২৫ ১৫:৪০

আরো

সম্পর্কিত খবর