Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুগন্ধি চাল রফতানিতে আর প্রণোদনা নয়

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২১ ২২:৪৪

ঢাকা: সুগন্ধি চাল রফতানিতে এখন থেকে আর নগদ সহায়তা (প্রণোদনা) দেওয়া হবে না। তবে অন্যসব চাল রফতানিতে আগের মতোই ১৫ শতাংশ নগদ সহায়তা অব্যাহত থাকবে।

সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি সিদ্ধান্তক্রমে জানানো যাচ্ছে ২০২০ সালের ৩০ জানুয়ারি জারি করা নির্দেশনাটি সুগন্ধি চালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এর আগে, কেন্দ্রীয় ব্যাংক গত বছরের ৩০ জানুয়ারি চাল রফতানিতে নগদ সহায়তা দেওয়ার বিষয়ে একটি নির্দেশনা জারি করেছিলো। বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশনায়, ধান সংগ্রহের মাধ্যমে নিজস্ব কারখানায় প্রক্রিয়াকরণে উৎপাদিত চাল রফতানির ক্ষেত্রে ১৫ শতাংশ হারে প্রণোদনার কথা বলা হয়।

সারাবাংলা/জিএস/এমও

প্রণোদনা বাংলাদেশ ব্যাংক রফতানি সুগন্ধি চাল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর