মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি শাহনেওয়াজের মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২১ ২২:০১ | আপডেট: ১৫ নভেম্বর ২০২১ ২২:০২
১৫ নভেম্বর ২০২১ ২২:০১ | আপডেট: ১৫ নভেম্বর ২০২১ ২২:০২
ঢাকা: নেত্রকোনা জেলার মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি শাহনেওয়াজ (৯৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।
সোমবার (১৫ নভেম্বর) ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষীরা তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮ দিকে তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. ফয়সাল জানায়, সন্ধ্যার দিকে কারাগারের ভিতরে অসুস্থ হয়ে পড়েন মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি শাহনেওয়াজ। পরে কারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শাহনেওয়াজ মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন। তার বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। বাবার নাম মৃত কদর আলী।
সারাবাংলা/এসএসআর/এমও