Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবের নেতৃত্বে নয়ন-মুগ্ধ

তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২১ ২২:০০

ঢাকা: সরকারি তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবের (টিসিপিসি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। ২০২১-২২ মেয়াদের এ কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল ওয়াদুদ (নয়ন) ও সাধারণ সম্পাদক পদে মো. ইব্রাহীম হোসেন (মুগ্ধ) মনোনীত হয়েছেন।

শুক্রবার (১২ নভেম্বর) সাধারণ সদস্যদের ভোটে টিসিপিসির এ কার্যকরী কমিটি নির্বাচিত হয়।

এক বছর মেয়াদী ১৩ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আয়েশা সিদ্দিকা নুসরাত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান (জুবরান), সাংগঠনিক সম্পাদক ইভান আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সানজিদা ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মাজহারুল ইসলাম (নাহিদ), যুগ্ম তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম প্রচার সম্পাদক মো. তানভির ইসলাম, দপ্তর সম্পাদক নাফিসা ফারবী (নীতি), যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ আলী আল সুমন (নাহিদ), ও অর্থ বিষায়ক সম্পাদক মো. সোহেল তানভীর।

এ ব্যাপারে নির্বাচিত সভাপতি আব্দুল ওয়াদুদ (নয়ন) বলেন, “আলোক রশ্মিতে এক ঝাঁক তিতুমীর’ এই স্লোগান নিয়ে তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবের পথ চলা। সভাপতি খুবই দায়িত্বশীল একটি পদ। এই প্রাপ্তি অবশ্যই আনন্দের। যেটা আমাকে তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাবকে (টিসিপিসি) অনেকদূর এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখায়। ক্লাব প্রতিষ্ঠার পর থেকে যেভাবে ক্লাবটি সবার ভালোবাসা পেয়ে এগিয়ে যাচ্ছে আশা করি, এই নবনির্বাচিত কমিটির মাধ্যমে আরও নতুন কিছু কার্যক্রম সংযোজন করতে পারব।’

ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘ক্লাব নিয়ে সব সময় একটি সুন্দর ও সুশৃঙ্খল বাসনা পোষণ করে এসেছি সেই প্রথম থেকে। তবে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরিকল্পনা হলো- ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মাঝে আলোকচিত্রবিষয়ক বিভিন্ন কর্মশালার আয়োজন করে শিক্ষার্থীদের এই সৃজনশীল কাজে আগ্রহী করে তোলা। এছাড়া নিজের তোলা ছবির মাধ্যমে বাংলাদেশ এবং পৃথিবীর বুকে নিজেদের এবং সরকারি তিতুমীর কলেজ এর পরিচয় তুলে ধরা। এছাড়া জাতীয় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা এবং তা বার্ষিক কার্যক্রম হিসাবে অব্যাহত রাখা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএসএম/পিটিএম

তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর