Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চমেকে নওফেল অনুসারী ইন্টার্ন ডাক্তারদের নতুন সংগঠন ‘ইচিপ’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২১ ১৮:৪০

বাম থেকে কে এম তানভীর এবং মো. খোরশেদুল ইসলাম, ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) নামে এ সংগঠনের এক বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সদস্যদের সবাই চমেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে তাদের পরিচিতি আছে।

চমেক হাসপাতালে দীর্ঘদিন ধরে শিক্ষানবিশ চিকিৎসকদের শুধু একটি সংগঠন ছিল। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ) নামে ওই সংগঠনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিতদের একক আধিপত্য আছে। সংগঠনটির বিরুদ্ধে নানা অজুহাতে বারবার চিকিৎসা সেবা বন্ধ করে দিয়ে রোগীদের বিপাকে ফেলা এবং হাসপাতালকেন্দ্রিক নানা ধরনের বাণিজ্যের অভিযোগ আছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগও ইতোমধ্যে নওফেল এবং নাছির গ্রুপে বিভক্ত হয়েছে। সর্বশেষ ইন্টার্ন ডাক্তারদের সংগঠনের বিভক্তিও প্রকাশ্যে আসল। ইন্টার্ন ডাক্তারদের সংগঠনের নিয়ন্ত্রক কোনো কেন্দ্রীয় সংগঠন নেই। সাধারণত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে শিক্ষানবিশ চিকিৎসকেরা নিজেরাই কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনা করেন।

নতুন আত্মপ্রকাশ করা চমেক হাসপাতালের ইচিপের প্রথম কমিটিতে সভাপতি হিসেবে আছেন কে এম তানভীর এবং সাধারণ সম্পাদক মো. খোরশেদুল ইসলাম। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১২ পদে ৩২ জনের নাম ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

ইচিপের প্রথম কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন মিসবাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন সিকদার, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক ওবায়েদ ও রেজাউল করিম শ্রাবণ, অর্থ সম্পাদক শ্বাশ্বত মজুমদার আকাশ, দফতর সম্পাদক ফয়সাল বিন জাহাঙ্গীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার ইসলাম ইমন, রোগী কল্যাণ সম্পাদক মো. সাকী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী তামিম, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ফারজানা আহমেদ দুলালীর নাম ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া কার্যকরী সদস্য পদে আছেন- সাজেদ হোসাইন, ফয়সাল সৌরভ তালুকদার, মোস্তাকিমুর রহমান, মুশফিক সালেহীন, আদিত্য অধিকারী, অনির্বাণ দেব, রায়হান কবির, শেহতাব আনোয়ার খান, মোস্তফা আরাফাতুল ইসলাম, ওমর ফারুক তানভীর, হাসিব শাহরিয়ার নিলয়, আরিফুর রহমান শাওন, প্রীতম মল্লিক টুটুল, জয়িতা চক্রবর্তী, সাকিবা মুসাররাত, আলিফা সাইবিন নিকিতা, তামান্না তাসবিহা, দীপিতা চৌধুরী দিবা, তাসনিম আক্তার এবং ফাহিমা জাহান মাহমুদ।

নতুন কমিটির সভাপতি শিক্ষানবিশ চিকিৎসক কে এম তানভীর সারাবাংলাকে বলেন, ‘চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের প্রথম পূর্ণাঙ্গ কমিটি আমরা ঘোষণা করেছি। এই কমিটির মেয়াদ এক বছর। আমরা যারা শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কাজ শুরু করেছি, তাদের নিয়েই কমিটি করা হয়েছে। শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে মেয়াদ শেষ করেছেন কিংবা এখনো রেগুলার কোর্সই শেষ করেননি- এমন কেউ কমিটিতে নেই। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির জ্ঞাতসারে এবং তত্ত্বাবধানে এই কমিটি করা হয়েছে। আমরা হাসপাতালে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে চাই।’

চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের বিদ্যমান সংগঠন আইডিএ’র বদলে নতুন নামে সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে জানতে চাইলে তানভীর বলেন, ‘আইডিএ নামে কোনো সংগঠন দেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে নেই। শুধুমাত্র চমেক হাসপাতালেই এটা আছে। দেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালে যে নামে ইন্টার্ন ডক্টরদের সংগঠন আছে, আমরা সেই নামেই করেছি।’

চমেক হাসপাতাল শাখা আইডিএ’র সভাপতি হিসেবে দায়িত্বে আছেন ডা. ওসমান গণি এবং সাধারণ সম্পাদক ডা. তাজওয়ার রহমান অয়ন।

ইচিপের আত্মপ্রকাশের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ডা. ওসমান গণি সারাবাংলাকে বলেন, ‘আইডিএতে কোনো বিভক্তি নেই। স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বিএমএ এবং হাসপাতালের পরিচালকের জ্ঞাতসারে আইডিএর কমিটি হয়। আ জ ম নাছির উদ্দীন ভাইয়ের সমর্থন নিয়ে আমরা কমিটি করি। তবে উনি সরাসরি সম্পৃক্ত নন। কারণ এটি একটি অরাজনৈতিক সংগঠন। এবার সমস্যা হয়েছে, নতুন যারা ইন্টার্ন চিকিৎসক হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন তাদের মধ্যে মনোমালিন্যের কারণে দু’টি গ্রুপ তৈরি হয়েছে। একগ্রুপ ইচিপ নামে একটি সংগঠনের ঘোষণা দিয়েছে। এর সঙ্গে আইডিএর কোনো সম্পৃক্ততা নেই।’

আইডিএ’র বিদ্যমান কমিটিতে শিক্ষানবিশ চিকিৎসক কেউ নেই উল্লেখ করে ইচিপের সভাপতি কে এম তানভীর বলেন, ‘গত দুইমাস ধরে চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কোনো সংগঠন আর সক্রিয় নেই। আইডিএ নামে বিদ্যমান যে সংগঠন, সেখানে দায়িত্বপ্রাপ্তদের প্রায় সকলেই শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে তাদের মেয়াদ শেষ করে চলে গেছেন। তারা কেউ ক্যাম্পাসেও থাকেন না। হাসপাতালেও কেউ দায়িত্ব পালন করেন না। তাদের কমিটিরই কোনো কার্যকারিতা নেই।’

শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে মেয়াদ শেষ হয়ে যাবার বিষয়টি অস্বীকার করেননি আইডিএ’র ওসমান গণি। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমরা বিদায় নেব। দুই-তিনদিনের মধ্যে আমরা নতুন কমিটি ঘোষণা করব।’

সারাবাংলা/আরডি/এনএস

ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ) চট্টগ্রাম মেডিকেল কলেজ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর