Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ‘হুন্ডি ব্যবসায়ী’ র‌্যাবের হাতে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২১ ১৮:১০

কক্সবাজার: ঈদগাঁওতে রেজাউল করিম পলাশ নামে এক হুন্ডি ব্যবসায়ীকে র‌্যাব আটক করেছে। এসময় তার কাছ থেকে ২৩২ গ্রাম অবৈধ সোনা, হুন্ডির নগদ ১৬ লাখ ৩৫ হাজার টাকা, ৩৬টি চেকবই, বিপুল এটিএম/ভিসা কার্ড ও ১০টি মোবাইল জব্দ করা হয়।

সোমবার (১৫ নভেম্বর) র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

আটক রেজাউল করিম পলাশ ঈদগাঁওয়ের ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ফাঁসিয়াখালী এলাকার নুরুল আলমের ছেলে। তিনি স্বর্ণ চোরাকারবার ও হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাবের কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী জানান, রোববার রাতে র‌্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি র‌্যাবের কাছে স্বীকার করেছেন দীর্ঘ এক যুগ ধরে তিনি স্বর্ণ চোরাকারবার ও হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। তাকে ঈদগাঁও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এমও

কক্সবাজার র‍্যাব হুন্ডি ব্যবসায়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর