Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকান সাংবাদিক ড্যানি ফেনস্টারকে মুক্তি দিয়েছে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২১ ১৭:৩৪ | আপডেট: ১৫ নভেম্বর ২০২১ ২০:০৩

আমেরিকান সাংবাদিক ড্যানি ফেনস্টারকে জেল থেকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। মিয়ানমারের সামরিক বাহিনীর এক কর্মকর্তা এবং দেশটিতে সফররত নিউ মেক্সিকোর গভর্নর বিল রিচার্ডসন এ তথ্য নিশ্চিত করেছেন। গভর্নর বিল ব্যক্তিগত সফরে মিয়ানমারে রয়েছেন।

এর আগে গত ১২ নভেম্বর মিয়ানমারের একটি সামরিক আদালত ড্যানি ফেনস্টারকে ১১ বছরের কারাদণ্ডের আদেশ দেয়। যুক্তরাষ্ট্রের ওই সাংবাদিককে অভিবাসন আইন লঙ্ঘন, মিয়ানমারে বেআইনি চলাফেরা ও সামরিক আইনের বিরোধী মতকে উৎসাহিত করার জন্য দোষী সাব্যস্ত করে এ রায় দেয় আদালত।

বিজ্ঞাপন

গত সপ্তায় রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের দুটি অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। মিয়ানমারে এসব অভিযোগের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। তবে নতুন এ দুটি অভিযোগের রায় এখনও আসেনি।

৩৭ বছর বয়সী ড্যানি ফেনস্টার ফ্রন্টিয়ার মিয়ানমার নামক অনলাইন পোর্টালের ব্যবস্থাপনা সম্পাদক। গত মে মাসে রেঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়।

১৫ নভেম্বর ড্যানি ফেনস্টারকে কারাগার থেকে ছেড়ে দেয় সামরিক সরকার। মিয়ানমার সামরিক মুখপাত্র ঝাউ মিন তুন সিএনএন’কে বলেন, ওই সাংবাদিককে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে নির্বাসিতও করা হয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

এদিকে গভর্নর বিল রিচার্ডসন এক বিবৃতিতে জানান, ফেনস্টার মিয়ানমার থেকে আমেরিকায় ফিরে যাবেন। আগামী দুই দিনের মধ্যে তিনি কাতার হয়ে যুক্তরাষ্ট্রের ফিরবেন।

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর বেশ কয়েকজন সাংবাদিককে আটক করে সামরিক বাহিনী। ড্যানি ফেনস্টার তাদের মধ্যে একজন।

বিজ্ঞাপন

ফ্রন্টিয়ার মিয়ানমারে প্রকাশিত তথ্য অনুযায়ী, ড্যানি ফেনস্টার এর আগে মিয়ানমার নাও নামক সংবাদমাধ্যমের হয়ে কাজ করতেন। ওই সংবাদমাধ্যমটি সেদেশে সামরিক বাহিনীর কঠোর সমালোচক হিসেবে পরিচিত। ২০২০ সালের জুলাইয়ে মিয়ানমার নাও থেকে পদত্যাগ করে ড্যানি ফেনস্টার। পরের মাসে তিনি ফ্রন্টিয়ারে যোগ দেন।

সারাবাংলা/আইই

টপ নিউজ ড্যানি ফেনস্টার মিয়ানমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর