Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাকে খুন: দুই আসামি রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২১ ১৭:০৪

ঢাকা: বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শাহীদ হত্যা মামলার ঘটনায় গ্রেফতার জাকিরুল হোসেন ও সাইফুল ইসলামের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সানাউল হক দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, গত ১১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদাবর থানা শ্যামলীর হলিল্যান্ড গলিতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আনোয়ার শাহীদকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় তিনি মারা যান

গত ১৪ নভেম্বর এ দুইজনকে গ্রেফতার করেন র‌্যাব।

সারাবাংলা/এআই/একে

খুন টপ নিউজ বৈজ্ঞানিক কর্মকর্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর