Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে বোনকে হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২১ ১৪:৪৭

নড়াইল: নড়াগাতী থানার কালিনগর গ্রামে বোন ফাতেমা বেগমকে হত্যার দায়ে ভাই রিপন মোল্যাকে (৪৮) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

এছাড়াও রিপনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন কালিনগর গ্রামের মকছেদ মোল্যার ছেলে।

মামলার বিররণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৯ সালের ২৫ নভেম্বর বিকেলে নড়াইলের কালিনগর গ্রামে নলিয়া নদীর পাড়ে বোন ফাতেমা বেগম কাপড় পরিস্কার করার সময় ভাই রিপন ফাতেমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। এরপর পানিতে চুবিয়ে বাঁশের লাঠি দিয়ে ভুক্তভোগী ফাতেমার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে রিপন তার বোনের লাশ পানির নিচে কাঁদায় পুতে রাখে। মৃত্যুদণ্ড রিপনের ছেলে রাশেদ ঘটনাটি দেখে পরিবারকে জানায়। এরপর পুলিশ ফাতেমার লাশ উদ্ধার করে।

রিপন মোল্যা পুলিশি জিজ্ঞাসাবাদে হত্যার কথা শিকার করেন। এ ঘটনায় ফাতেমার পিতা মোকছেদ ওরফে মকু মোল্যা বাদী হয়ে নড়াগাতি থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ মামলার একমাত্র আসামি রিপনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

সারাবাংলা/এএম

টপ নিউজ নড়াইল মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর