Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরির জটিলতা না থাকলে প্রাথমিকে যথাসময়ে পেনশন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২১ ১৩:০৮ | আপডেট: ১৫ নভেম্বর ২০২১ ১৫:০৭

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সংসদে জানিয়েছেন, প্রাথমিক স্তরে যে সকল শিক্ষকের চাকরি সংক্রান্ত কোনো সমস্যা বা জটিলতা নেই, তাদের পেনশন যথাসময়ে মঞ্জুর করা হচ্ছে।

সোমবার (১৫ নভেম্বর) সংসদে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মো. জাকির হোসেন বলেন, প্রাথমিকের শিক্ষকদের অবসর ভাতা ইএফটি’র মাধ্যমে দেওয়া হচ্ছে। নতুন করে জাতীয়কৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষকের চাকরি এবং বেতন-ভাতা নির্ধারণজনিত সমস্যার কারণে তারা অতিরিক্ত গৃহীত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিয়ে তাদের পেনশন নিচ্ছেন না।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মাঠ প্রশাসন দ্রুত সময়ে অগ্রাধিকার ভিত্তিতে সকল অবসর ভাতা মঞ্জুর করে থাকে। পেনশন কেস প্রক্রিয়াকরণে সহায়তা প্রদানের জন্য মন্ত্রণালয়, অধিদফতর এবং জেলা পর্যায়ে কল্যাণ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

টপ নিউজ প্রাথমিক ও গণাশিক্ষা প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর