ভৈরবে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি
১৪ নভেম্বর ২০২১ ২৩:২৯ | আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ২৩:৫১
ভৈরব (কিশোরগঞ্জ): ভৈরবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করে একটি প্রতারক চক্র টাকা দাবি করছে বলে অভিযোগ উঠেছে। প্রতারক চক্রটি সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও শিক্ষকদের বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা চেয়েছে।
জানা যায়, শনিবার (১৩ নভেম্বর) রাত থেকে ইউএনও মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সরকারি মোবাইল নম্বরটি থেকে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকদের কাছে ফোন করে টাকা চাওয়া হয়। এরপর রোববার (১৪ নভেম্বর) সকালে ওই নম্বর থেকে স্থানীয় রাজনৈতিক নেতাসহ সুশীল সমাজের ব্যক্তিদের কাছেও কল যায়। তাদের কাছেও টাকা চাওয়া হয়।
বিষয়টি ইউএনও সাদিকুর রহমান সবুজকে অবহিত করা হলে রোববারই নিজের ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টের মাধ্যমে প্রতারণার তথ্যটি তুলে ধরেন তিনি। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান ইউএনও। পরে তার ওই পোস্ট উপজেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকেও সবার জ্ঞাতার্থে শেয়ার করা হয়।
এ বিষয়ে বিষয়ে জানতে চাইলে ভৈরবের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, একটি প্রতারক চক্র দেশের বিভিন্ন জেলা-উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তিদের মোবাইল নম্বর ক্লোন করে প্রায়ই এমন প্রতারণার চেষ্টা চালিয়ে আসছে। আমার ব্যবহৃত সরকারি ফোন নম্বরটি ক্লোন করে টাকা চাওয়ার বিষয়টি এরই মধ্যে পুলিশকে অবহিত করা হয়েছে।
ইউএনও আরও বলেন, আর্থিক লেনদেনের মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা ভোগের কোনো সুযোগ নেই। তাই এরকম কোনো কল কেউ পেয়ে থাকলে নিশ্চিত জানবেন, এটি প্রতারণা। সবাই এ বিষয়ে সচেতন থাকবেন।
সারাবাংলা/টিআর