Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকের দেয়াল ভেঙে টাকা চুরির চেষ্টা, তিনজন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২১ ২০:৫৮

ঢাকা: আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপ-শাখার দেয়াল ভেঙে টাকা চুরি চেষ্টার ঘটনায় গ্রেফতার তিন জনের দুই দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আনাছ উদ্দি তিন আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিন করে রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন হৃদয় হোসেন, মো. মামুন ও রুবেল সিকদার।

আবেদনে বলা হয়, গত ১৩ নভেম্বর রাত একটা থেকে আড়াইটা পর্যন্ত বাড্ডা থানাধীন লিংক রোড ডে-নাইট সিরাজ টাওয়ারের ২য় তলায় অবস্থিত আইএফআইসি ব্যাংকের গুলশান-বাড্ডা লিংক রোড উপ-শাখার আয়রন সেফ রুমের উত্তর পাশের দেয়াল গোল করে ভেঙে ফেলে আসামিরা।

আসামি মামুন এবং রুবেলের সহযোগিতায় হৃদয় ভিতরে প্রবেশ করে আয়রন সেফ ভাঙতে চেষ্টা করে। আয়রন সেফে রক্ষিত টাকা চুরি করার চেষ্টা করে ব্যর্থ হয়। মামুন ও রুবেল ব্যাংকের বাইরে অবস্থান করে বিভিন্ন লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। তারা দীর্ঘদিন যাবৎ বাড্ডা থানা এলাকাসহ আশপাশের এলাকায় চুরির ঘটনা সংঘটিত করে আসছে।

বাড্ডা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর রনপ কুমার ভক্ত এ সব তথ্য জানান।

সারাবাংলা/এআই/একে

টাকা চুরি বাড্ডা থানা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর