এসএসসির প্রথম দিন: চট্টগ্রামে উপস্থিতি প্রায় শতভাগ
১৪ নভেম্বর ২০২১ ১৮:৩১ | আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ১৮:৪১
চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে ৯ মাস পিছিয়ে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রামের পাঁচ জেলায় উপস্থিতির হার ছিল প্রায় শতভাগ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘসময় পর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এছাড়া মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা হওয়ায় অংশগ্রহণের প্রবণতাও বেড়েছে।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত দেশের প্রথম পাবলিক পরীক্ষার শুরুর দিনে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে হয়েছে। রোববার (১৪ নভেম্বর) পদার্থবিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে চট্টগ্রামের পাঁচ জেলায় অনুপস্থিত পরীক্ষার্থীর হার মাত্র শূন্য দশমিক ৬৮ শতাংশ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, পাঁচ জেলায় মোট ২০৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে মোট পরীক্ষার্থী ছিল ২৮ হাজার ৩৩৭ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ২৮ হাজার ১৪৩ জন। অনুপস্থিত ছিল মাত্র ১৯৪ জন।
চট্টগ্রাম জেলায় ১২২টি কেন্দ্রে ২০ হাজার ৭৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ হাজার ৬৩৯ জন অংশ নিয়েছে। অনুপস্থিত ছিল ১১২ জন। কক্সবাজার জেলায় ২৮টি কেন্দ্রে ৪ হাজার ১২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ১০১ জন অংশ নিয়েছে। অনুপস্থিত ছিল ২৭ জন। রাঙ্গামাটি জেলায় ২০টি কেন্দ্রে মোট ১ হাজার ৩৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৮৪ জন অংশ নিয়েছে। অনুপস্থিত ছিল ১০ জন।
এদিকে, খাগড়াছড়ি জেলায় ২২টি কেন্দ্রে ১ হাজার ৪৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৪৫৯ জন অংশ নিয়েছে। অনুপস্থিত ছিল ২৮ জন। বান্দরবান জেলায় ১২টি কেন্দ্রে ৫৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৬০ জন অংশ নিয়েছে। ১৭ জন অনুপস্থিত ছিল।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ সারাবাংলাকে বলেন, ‘পাঁচ জেলার জেলা প্রশাসন কার্যালয়ের মাধ্যমে আমরা খবর নিয়েছি। আমাদের কর্মকর্তারাও বিভিন্ন কেন্দ্রে গেছেন। সব কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে পরীক্ষা হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যেও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা ছিল। এবার অনুপস্থিতির হার অন্যান্য সময়ের তুলনায় অনেক কমেছে। এর কারণ হচ্ছে— দেড় বছরেরও বেশি সময় কোনো পরীক্ষা হয়নি। এজন্য পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় বসার একটি আগ্রহ তৈরি হয়েছে। তারা উৎসাহ পেয়েছে। আবার সবক’টি বিষয়ের পরিবর্তে মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা হওয়ায় ভীতিও নেই পরীক্ষার্থীদের মধ্যে। তাদের মধ্যে অংশগ্রহণের প্রবণতা তৈরি হয়েছে।’
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১২২ জন। এদের মধ্যে ছাত্র ৭৫ হাজার ২৫৩ এবং ছাত্রী ৮৫ হাজার ৮৬৯ জন। এই বছর বিজ্ঞান বিভাগে ৩১ হাজার ৭৩ জন, মানবিক বিভাগে ৬৫ হাজার ২৪৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬৪ হাজার ৮০৩ জন।
সারাবাংলা/আরডি/টিআর