সিইসি’র সংবাদ সম্মেলন সোমবার
১৪ নভেম্বর ২০২১ ১৮:১৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ১৮:২২
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। দেশব্যাপী চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বক্তব্য তুলে ধরবেন এই সংবাদ সম্মেলনে।
সোমবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় বাকি নির্বাচন কমিশনারদের নিয়ে সিইসি এই সংবাদ সম্মেলনে অংশ নেবেন। রোববার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এস এম আসাদুজ্জামান বলেন, আগামীকাল (সোমবার) চার নির্বাচন কমিশনারকে নিয়ে সিইসি সংবাদ সম্মেলন করবেন। সারাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি তিনি সংবাদ সম্মেলনে তুলে ধরবেন। এছাড়া নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়েও তিনি কমিশনের অবস্থান তুলে ধরতে পারেন।
আরও পড়ুন- লাকসাম-রাউজানের ‘ভোটবিহীন নির্বাচনে’ মাহবুব তালুকদারের ‘প্রশংসা’
বর্তমানে দেশে দশম ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। এরই মধ্যে দুই ধাপের ইউপি নির্বাচন হয়েও গেছে। আরও দুই ধাপের তফসিল ঘোষণা রয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপ ও আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের হিসাব বলছে, দুই ধাপে অনুষ্ঠিত এবং তৃতীয় ধাপে অনুষ্ঠেয় মিলিয়ে ১ হাজার ৬১৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে কেবল চেয়ারম্যান পদেই ২৫০ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। শতকরা হারে এই সংখ্যা ১৫ শতাংশেরও বেশি।
আরও পড়ুন- ২য় ধাপে হাড্ডাহাড্ডি লড়াই: নৌকা ৪৮৬, স্বতন্ত্র ৩৩০
সার্বিক হিসাব বলছে, তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে ১০০ জন, সাধারণ সদস্য পদে ৩৩৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩২ জন ভোটের আগেই নির্বাচিত হয়ে গেছেন। এর আগে, প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৬৯ জন, সাধারণ সদস্য পদে ৬৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ছয় জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ৮১ জন, সাধারণ সদস্য পদে ২০৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৭৩ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।
এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জনপ্রতিনিধির সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনি সহিংসতার বিষয়টিও রয়েছে আলোচনায়। রোববার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নিজেই ব্রিফিংয়ে বলেছেন, নির্বাচনের সময় ও তার আগে পরে এ পর্যন্ত ৩৯ জন প্রাণ হারিয়েছেন। এর বাইরে আহত হয়েছেন শতাধিক ব্যক্তি।
আরও পড়ুন- ৩য় ধাপে ১০০ ইউপি চেয়ারম্যানসহ ৫৬৯ জন বিনা ভোটে নির্বাচিত
একদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া, অন্যদিকে নির্বাচনি সহিংসতা— দুইটি বিষয়ই দেশজুড়ে রয়েছে আলোচনায়। এসব বিষয় নিয়ে নিয়মিতই সিইসিসহ অন্যান্য নির্বাচন কমিশনারদেরও প্রশ্নের মুখে পড়তে হয়। সংশ্লিষ্টরা বলছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনায় থাকা এসব বিষয়ই উঠে আসতে পারে সিইসি’র সংবাদ সম্মেলনে।
সিইসির সংবাদ সম্মেলনের ফাইল ছবি
সারাবাংলা/জিএস/টিআর
ইসি কে এম নূরুল হুদা নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার সিইসি সিইসি’র সংবাদ সম্মেলন