Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাককানইবির অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক জালাল উদ্দিন

জাককানইবি করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২১ ১৭:০৯

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক (অব.) মো. জালাল উদ্দিনকে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলমের সই করা এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

আদেশে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬-এর ১০(৩) অনুযায়ী জাককানইবি উপাচার্যের মেয়াদ শেষ হয়ে গেছে। পরবর্তী উপাচার্য নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বতীকালীন ব্যবস্থা হিসেবে অধ্যাপক (অব.) মো. জালাল উদ্দিনকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হলো।

এর আগে, গতকাল শনিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমানের মেয়াদ পূর্ণ হয়। ২০১৭ সালের ১৪ নভেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক। এই পদে পূর্ণ মেয়াদে চার বছর দায়িত্ব পালন করলেন তিনি।

সারাবাংলা/টিআর

অধ্যাপক জালাল উদ্দিন অন্তর্বর্তীকালীন উপাচার্য জাককানইবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর