Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিকে হালদারসহ আরও ২৯ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২১ ১৬:৫৬

ঢাকা: ভুয়া প্রতিষ্ঠান বানিয়ে ৩২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) আরও ২৯ জনের বিরুদ্ধে সাতটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৪ নভেম্বর) দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

ড. মু. আনোয়ার সাংবাদিকদের বলেন, কমিশনের বৈঠকে মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। যেকোনো সময় মামলা হয়ে যাবে।

দুদক সচিব জানান, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বোর্ড সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের নামে জাল রেকর্ডপত্র তৈরি করেন। আর এই প্রতারণা মাধ্যমে অর্থ লোপাট করা হয়েছে।  ফলে ইন্টারন্যাশনাল লিজিং থেকে প্রায় ৩২০ কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে।

এর আগে, গত ১০ নভেম্বর ৪২৬ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক। তারও আগে প্রায় ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালের ৮ জানুয়ারি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে মামলা হয়।

সারাবাংলা/এসজে/টিআর

ইন্টারন্যাশনাল লিজিং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড দুদক পি কে হালদার

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর