Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় ব্যাংকের দেয়াল ভেঙে চুরি, আটক ৩

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২১ ১৪:৪৪ | আপডেট: ১৪ নভেম্বর ২০২১ ১৬:০৬

প্রতীকী ছবি

ঢাকা: আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপশাখার দেয়াল ভেঙে টাকা লুটের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দেয়াল ভেঙে ব্যাংকের টাকা লুটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে গুলশান ডিসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

গ্রেফতাররা হলেন, রুবেল, হৃদয় ও মামুন। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ৩১।

বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম মাসুদ সারাবাংলাকে বলেন, রাজধানীর বাড্ডায় আইএফআইসি ব্যাংকের একটি শাখায় চুরি করার সময় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।

তিনি বলেন, শনিবার (১২ নভেম্বর) ভোররাতে বাড্ডার আইএফসআইসি ব্যাংকের সাইনবোর্ডের কাছ থেকে ভেঙে ভেতরে একজন প্রবেশ করে। সে শাবল দিয়ে একটি ভোল্টও ভেঙে ফেলে। বিষয়টি ব্যাংকটির হেড অফিসের সিসি ক্যামেরায় ধরা পড়ে। তারা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেয়।’

‘৯৯৯ থেকে আমাদের জানালে, আমাদের টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের ভেতর থেকে একজনকে গ্রেফতার করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেফতার করা হয়।’

সারাবাংলা/ইউজে/একে

চুরি দেয়াল ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর