Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২১ ২১:০৫

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ৫ বছরের শিশু সন্তানকে গলাটিপে হত্যার পর নিজের শরীরে ব্লেড দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন মা লিপি খাতুন (২৫)। শুক্রবার (১২ নভেম্বর) রাতে সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু লিমন (৫) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রামের বাসিন্দা ও সদর উপজেলার ইউএনও অফিসের নাইট গার্ড ইমরুল কায়েসের ছেলে।

ঘটনার পর খবর পেয়ে গভীর রাতে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আহত অবস্থায় মা লিপি খাতুনকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১৩ নভেম্বর) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গৃহবধূ লিপি খাতুন মাঝে মধ্যেই মানসিক বিকারগ্রস্থ হয়ে পড়তেন। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যার দিকে হঠাৎ করে সবার অজান্তে নিজের শিশু সন্তানকে গলাটিপে হত্যা করে। এরপর নিজের শরীরে ব্লেড দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। নিহত শিশুর মা লিপি খাতুন বর্তমানে হাসপাতালে পুলিশি তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তিনি মানসিক বিকারগ্রস্থ কি না সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

সারাবাংলা/পিটিএম

হত্যা

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর