Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার ঘটনার দায় একক কোনো রাজনৈতিক দলের নয়: ডিএমপি কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২১ ১৯:০৫

ফাইল ছবি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, কুমিল্লার ঘটনার দায় এককভাবে কোনো রাজনৈতিক দলের নয়। তিনি বলেন, ‘অতীতের যে বিষয়গুলো আমরা লক্ষ করেছি, তাতে এককভাবে কোনো দল বা এককভাবে কাউকে দায়ী করা ঠিক হবে না। কুমিল্লার ঘটনা যারা তদন্ত করছেন তারা ভালো বলতে পারবেন।’

শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘গণজাগরণই পারে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করতে’ শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় কমিশনার বলেন, ‘এ ঘটনা মূলত ঘটেছে ঢাকার বাইরে। এ ঘটনায় যারা একেবারে তৃণমূলে কাজ করেছে তাদের সঙ্গে কথা না বলে কিছু বলতে পারব না। তবে রামুর ঘটনা এবং নাসিরনগরের ঘটনায় আমি চট্টগ্রাম বিভাগের ডিআইজি ছিলাম। নাসিরনগরের সহিংসতার ঘটনায় এক সপ্তাহ আমি সেখানে ছিলাম। সেখানে যারা আসামি ছিল, তাদের মধ্যে সব রাজনৈতিক দলেরই সম্পৃক্ততা পাওয়া গেছে।’

ইকবালকে ভবঘুরে ও মাদকাসক্ত বলা হচ্ছে— তার ডাক্তারি পরীক্ষা হয়েছে কিনা এবং সে কী নিজেই ঘটনা ঘটিয়েছে, নাকি কেউ তার মাধ্যমে ঘটিয়েছে, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘আমার যে টিম সেখানে আছে তাদের মাধ্যমে জানতে পেরেছি কিছু মানুষের উসকানি সেখানে ছিল। সেটি তদন্তে আরও অজানা কিছু তথ্য প্রকাশ হবে বলে আশা করছি। মানসিক অসুস্থ হলেই কেউ এ ধরনের কাজ করতে পারে না তা কিন্তু নয়। তাকে সহজে ৫০০ টাকা কিংবা একটা মাদক কিনে দিয়েই এ ধরনের ঘটনা ঘটানো আরও সহজ। এ ধরনের মানুষকে ব্যবহার করা আরও সহজ। আমরা কিছু নাম পেয়েছি, শুধু কুমিল্লার ঘটনা না একে কেন্দ্র করে বিভিন্ন এলাকা যেমন চাঁদপুর, নোয়াখালীসহ বিভিন্ন জায়গায় যা ঘটেছে সেখানে আমরা আরও চক্রান্ত বেশি দেখতে পেয়েছি। আমরা প্রযুক্তিগতভাবে কিছু তথ্য-প্রমাণ পেয়েছি, সেগুলো তদন্ত করা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, একেবারে সু-স্পষ্টভাবে কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ এসেছে। আমরা তাদের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেব।’

বিজ্ঞাপন

কুমিল্লার ঘটনায় পুলিশের কোনো দায় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মনে করি এটা তদন্ত করে দেখা উচিত, বিশেষ করে যখন পবিত্র কোরআন শরিফ আমাদের তদন্ত কর্মকর্তা উদ্ধার করল, সেটি লাইভে প্রচার হচ্ছিল। সেটা সাম্প্রদায়িক সহিংসতা উসকে দিয়েছে কিনা সেটার তদন্ত হওয়া উচিত। এ ধরনের কিছু থাকলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তার এ কাজটি এমনভাবে করা উচিত ছিল যেন কোরআন শরিফের পবিত্রতা রক্ষা পায় এবং এ নিয়ে যাতে অপপ্রচার না হয়। সেটি নিশ্চিত করার দায়িত্বও তার ছিল। এটি তদন্তে যদি তার কোনো দায় থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ভবিষ্যতে ধর্মীয় উগ্রবাদীদের হামলার আশঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের সাম্প্রদায়িক কর্মকাণ্ড কখন ঘটবে, ঘটবে কী ঘটবে না তা অনুমান করা খুবই জটিল কাজ। কারণ ফেসবুকে কে কখন একটা স্ট্যাটাস লিখবে এবং সমাজের একটি অংশ মনে হয় বসে থাকে, যেন এ ধরনের একটি পোস্ট হবে আর সঙ্গে সঙ্গে আমরা কাজে লেগে পড়ব। এ ধরনের কাজ কারা ঘটাবে বা ঘটাচ্ছে তাদের চিহ্নিত করা খুবই কঠিন। আপনারা জানেন এ ধরনের প্রযুক্তির যে বিষয় আছে তা ফেসবুক কর্তৃপক্ষের হাতে থাকে না। এ পোস্ট কে দিয়েছে সেটি বের করতে সিঙ্গাপুরে ফেসবুকের অফিসে আমরা পাঠাই। তা যদি তাদের আইন অনুমতি দেয়, তাহলে এ তথ্যসূত্র আমরা জানতে পারি। না হলে আমরা জানতেও পারি না যে এই পোস্ট কোথা থেকে হয়েছে, কে দিয়েছে, এর পেছনে কে বা কারা দায়ী।’

‘ফলে আগে থেকে জানাটা খুবই কঠিন। তবে আমরা আশ্বস্ত করতে চাই, সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আইজিপিসহ আমরা বসেছি এবং কী করণীয় তা বের করার চেষ্টায় আছি। আমরা থানাগুলোকে দায়িত্ব দিয়েছি। আশা করছি, এখন আর এ ধরনের ঘটনা ঘটবে না।’

সাধারণ মানুষের কাছে সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘আপনাদের কাছে সাহায্য চাই, আপনারা যদি একটা স্ট্যাটাসও দেখেন, শেয়ার না করে আমাদের জানাবেন। তাহলে হয়ত আমরা আরেকটি সাম্প্রদায়িক সহিংসতা থেকে দেশকে রক্ষা করতে পারব।’

প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও বিরোধীদল হিসেবে কুমিল্লা ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদপত্র দেওয়া হয়।

সারাবাংলা/ইউজে/একে

কুমিল্লা মণ্ডপে হামলা সাম্প্রদায়িক সংঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর