Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে অন্যায়-অবিচার চূড়ান্ত পর্যায়ে: দুদু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২১ ১৭:৫৩

রাঙ্গামাটিতে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু

রাঙ্গামাটি: দেশে অন্যায়-অবিচার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে জেলা বিএনপির অষ্টম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এর একটা সুরাহা হতে হবে। দেশের মানুষ না খেয়ে জীবনযাপন করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এগুলো মীমাংসা হওয়া দরকার। এই সম্মেলনের মধ্য দিয়ে জেলার নেতৃবৃন্দকে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করতে বলেন দলের এই কেন্দ্রীয় নেতা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামিমসহ কেন্দ্র এবং জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

সারাবাংলা/একেএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর