৬ দিনের মাথায় ফের হাসপাতালে খালেদা জিয়া
১৩ নভেম্বর ২০২১ ১৭:৪৩ | আপডেট: ১৩ নভেম্বর ২০২১ ১৮:২১
ঢাকা: হাসপাতাল থেকে বাসায় ফেরার ছয় দিনের মথায় আবারও হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’ থেকে রওনা দিয়ে বিকেল ৫টা ৫৩ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে আবার হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত জানাবেন, উনাকে এখানে ভর্তি করতে হবে, নাকি পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় পাঠিয়ে দেওয়া যাবে।
বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ২৬ দিন চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর গুলশানের বাসায় ফেরেন বেগম খালেদা জিয়া। এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবছর এপ্রিল থেকে মে পর্যন্ত টানা ৫৪ দিন হাসপাতালে ছিলেন তিনি। খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। তখন থেকে তিনি গুলশানের ভাড়া বাসা ফিরোজা’য় রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে বেশ কয়েকবার আবেদন করেছে তার পরিবার। কিন্তু সরকার সেই আবেদন আমলে নেয়নি। এ ব্যাপারে আইনমন্ত্রীর বক্তব্য হলো— সাময়িক মুক্তির শর্ত অনুযায়ী তাকে দেশে রেখেই চিকিৎসা দিতে হবে। বিদেশে যেতে হলে কারাগারে ফিরে আবেদন করতে হবে।
সারাবাংলা/এজেড