সাত কলেজের ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে আজ
১৩ নভেম্বর ২০২১ ০৯:৫২ | আপডেট: ১৩ নভেম্বর ২০২১ ০৯:৫৪
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আজ শুরু হচ্ছে। এই পরীক্ষার মধ্য দিয়ে সাত কলেজের ভর্তি পরীক্ষা শেষ হবে।
শনিবার (১৩ নভেম্বর) ঢাকার ১০টি কেন্দ্রে একযোগে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কেন্দ্র ১০টি হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরা ভিড় করছেন কেন্দ্রগুলোতে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে বিভিন্ন সংগঠনগুলো নানা ধরনের সহযোগিতামূলক কর্মসূচি নিয়েছে।
উল্লেখ্য, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে সাত কলেজে মোট আসন সংখ্যা ১৪ হাজার ৩৫০টি। আসনগুলোর মধ্যে ঢাকা কলেজে রয়েছে ২ হাজার ৪২৫টি, ইডেন মহিলা কলেজে ৩ হাজার ১৫৫টি, সরকারি তিতুমীর কলেজে ৩ হাজার ৩০০টি, কবি নজরুল সরকারি কলেজে ১ হাজার ৬০০টি, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ১ হাজার ২৫০টি, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ১ হাজার ১৮০টি এবং সরকারি বাঙলা কলেজে ১ হাজার ৪৪০টি।
এক্ষেত্রে ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আসনগুলো ছাত্রীদের এবং ঢাকা কলেজের আসনগুলো শুধুমাত্র ছাত্রদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়া সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাংলা কলেজে ছাত্র-ছাত্রী উভয়ে ভর্তি হতে পারবেন।
সারাবাংলা/এনএসএম/এনএস