Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে ১৩ নৌকা এবং ৬ স্বতন্ত্র প্রার্থীর জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২১ ১৯:৩২

বরিশাল: পটুয়াখালী জেলায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৯টিতে চেয়ারম্যান পদে ১৩টিতে নৌকা ও ৬টিতে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর উপজেলা: সাত ইউনিয়নের মধ্যে বদরপুর ইউনিয়নে নৌকা প্রতীকের তানজিন নাহার সোনিয়া, ছোট বিঘাই ইউনিয়নে নৌকা প্রতীকের মো. আলতাফ হোসেন, আউলিয়াপুর ইউনিয়নের নৌকা প্রতীকের হুমায়ুন কবির, লোহালিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের মো. কবির হোসেন, মরিচবুনিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের মো. মাসুম, মাদারবুনিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম মাসুম, বড় বিঘাই ইউনিয়নে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী মো. আবু জাফর আনারস প্রতীকে বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

গলাচিপা উপজেলা: আট ইউনিয়নের মধ্যে গলাচিপা সদর ইউনিয়নে নৌকা প্রতীকের জাহাঙ্গির হোসেন টুটু, ডাকুয়া ইউনিয়নে নৌকা প্রতীকের বিশ্বজিৎ রায়, কলাগাছিয়া ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী মাঈনুল ইসলাম, গজালিয়া ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হাবিবুর রহমান বিশ্বাস, পানপট্টি ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী মো. মাসুদ মিয়া, বকুলবাড়ীয়া ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী অধ্যক্ষ সহিদুল ইসলাম হাওলাদার, চরকাজল ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হাবিব মোল্লা, চর বিশ্বাস ইউনিয়নে নৌকা প্রতীকের তোফাজ্জল হোসেন বাবুল বিজয়ী হয়েছেন।

বাউফল উপজেলা: দুই ইউনিয়নেই জয় পেয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। সূর্যমনি ইউনিয়নে আনোয়ার হোসেন বাচ্চু ও নওমালা ইউনিয়ন কামাল হোসেন বিশ্বাস নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

দশমিনা উপজেলা: দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন। সদর ইউনিয়নে ইকবাল মাহমুদ লিটন ও বেতাগী সানকিপুর ইউনিয়ন মো. মশিউর রহমান ঝন্টু নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

সারাবাংলা/একেএম

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর