Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২ সামরিক শাসক পদে পদে মাইন পুঁতে রেখে গেছে’

স্টাফ করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২১ ১৮:১৫

জাতীয় প্রেস ক্লাবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান | হাবিবুর রহমান-সারাবাংলা

ঢাকা: প্রধানমন্ত্রীর চলার পথে এখনও মাইন পুঁতে রাখা আছে। সেই মাইনগুলো সচেতনভাবে দেখে দেখে তিনি এগিয়ে যাচ্ছেন। দুই স্বৈরশাসক এবং তার সঙ্গী সাথীরা তার পদে পদে মাইন পুঁতে রেখে গেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ আয়োজিত ‘ঘৃণ্য আইন ইনডেমনিটি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ইনডেমনিটি অধ্যাদেশ আইনের মাধ্যমে পরিবর্তন করে বিচারের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। এটা কিন্তু তার নির্বাহী আদেশে নয়।

তিনি বলেন, দায়মুক্তি শব্দটির সঙ্গে তার নিজের কিছু সমস্যা ছিল। দায়মুক্তি কেবল আইন ও আদালত দিতে পারে। পৃথিবীর কোথাও এমন নজির নেই। অন্যায় করে খুন করে বিচারের রাস্তা বন্ধ করে, যেটা করেছি সেটাই সত্য এবং ন্যায় – এই দাম্ভিক, অনৈতিক, মূর্খতায় পরিপূর্ণ জিঘাংসা, ঘৃণা এবং প্রতিহিংসাপরায়ণ রায় কোথাও কেউ দিয়েছে কি না জানা নেই; এটাই দুর্ভাগা বাংলাদেশকে মোকাবিলা করতে হয়েছে।

মন্ত্রী আরও বলেন, ‘ওরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল ব্যক্তি হিসেবে। পরবর্তীতে সামরিক শাসক ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে স্বাধীনতার মূলভিত্তি অসাম্প্রদায়িকতাকে ধ্বংস করে দিয়েছে। যা বর্তমানে আমাদেরকে বিভ্রান্ত করছে।’

আলোচনায় আরও বক্তব্য রাখেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসজে/একেএম

জাতীয় প্রেস ক্লাব পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রগতিশীল সাংবাদিক মঞ্চ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর