মুরগির দাম কমলেও অন্য পণ্যে কমছেই না
১২ নভেম্বর ২০২১ ১৫:৩৩ | আপডেট: ১২ নভেম্বর ২০২১ ১৬:১১
ঢাকা: শীত মানেই নতুন সবজির মৌসুম। বাজারে প্রচুর পরিমাণে নতুন সবজি উঠলেও সবজির দাম মোটেও কমছে না। বরং কোনো কোনো সবজিতে বাড়তি দাম হাঁকছেন বিক্রেতারা। অপর দিকে সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কিছুটা কমেছে।
শুক্রবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর সোয়ারীঘাট এলাকার বাজারগুলো ঘুরে দেখা গেছে, বাজারে মুরগির দাম কিছুটা কমেছে। মীরন জল্লা, বৌবাজার ও লালবাগ এলাকায় ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।
এ ছাড়াও পাকিস্তানি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজিতে। যা গেল সপ্তাহে ছিল প্রায় ৩০০ টাকা। লেয়ার বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। উদ্ভিজ্জ আমিষের মধ্যে ইন্ডিয়ান ডাল ৯০ টাকা ও দেশি ডাল প্রতিকেজি বিক্রি হচ্ছে ১১০ টাকায়।
প্রাণীজ আমিষের মধ্যে গরু ৫৫০ থেকে ৬০০ টাকা। খাসি ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এই দুই মাংসের মতো বাজারে অপরিবর্তিত আছে ডিমের দামও। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। হাঁসের ডিমের ডজনে দাম বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। সোনালি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। তবে ডিমের এই দর এখনও অনেক বেশিই।
বাজারে প্রচুর পরিমাণে নতুন সবজি উঠলেও বেশির ভাগ সবজির দামই বাড়তি। বাজারে প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ফুলকপি প্রতিপিস ৫০ টাকা, পাতাকপি ৫০ টাকা, করলা প্রতিকেজি ৬০ টাকা। বাজারে সবচেয়ে দামি সবজি টমেটো। কেজিপ্রতি টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, বরবটি ৮০ টাকা, গাজর ১২০ টাকা।
এ ছাড়াও গোল বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, চাল কুমড়া প্রতি পিস ৪০ টাকা, প্রতি পিস লাউ আকারভেদে ৮০ টাকা, কচুর লতি ৬০ টাকা, কাকরোল ৮০ টাকা, মুলা ৬০ টাকা, শসা ৬০ টাকা, কচুর লতি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতিকেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা ও লেবুর হালি ২০ টাকা এবং আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি করে।
মশলার মধ্যে দেশি পেঁয়াজ প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকা, ইন্ডিয়ান ও মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। শুকনো মরিচ মানভেদে প্রতিকেজি ১৫০ থেকে ২৫০ টাকা, রসুন মানভেদে ৮০ থেকে ১৩০ টাকা, দেশি আদা ৭০ থেকে ৮০ টাকা, চায়না আদা ১৬০ টাকা, হলুদ মান ভেদে ১৬০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
খাবার তেলের মধ্যে সয়াবিন তেল প্রতি লিটার খুচরা বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। এ ছাড়া বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। খোলা সরিষা তেল পাওয়া যাচ্ছে ২২০ টাকায়। কোম্পানির সরিষার তেল অবশ্য ২৬০ থেকে ২৮০ টাকায় কিনতে হচ্ছে।
এ ছাড়া বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়।
সারাবাংলা/টিএস/একে