ফতুল্লায় বাসায় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ ১০
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২১ ১০:৩২ | আপডেট: ১২ নভেম্বর ২০২১ ১০:৩৩
১২ নভেম্বর ২০২১ ১০:৩২ | আপডেট: ১২ নভেম্বর ২০২১ ১০:৩৩
নারায়ণগঞ্জ: ফতুল্লার লালখাঁ এলাকায় একটি পাঁচতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে মায়া রানী নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১০ দগ্ধ জন হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের ঘরবাড়ি ও দোকানপাট।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১২ নভেম্বর) সকালে ওই ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এক নারী ঘটনাস্থলেই দেয়াল চাপায় মারা যান। দগ্ধদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বিস্ফোরণে পর আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, সকালে কেউ রান্না করা জন্য চুলা জ্বালালে রুমের ভেতরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
সারাবাংলা/এএম