Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাভারণে ২ ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অহত ৫

লোকাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২১ ২১:০৫ | আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২২:৪৩

বেনাপোল (যশোর): যশোরের ঝিকরগাছা উপজেলায় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষে নাভারণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী শেখ আব্দুল মাজেদসহ আহত হয়েছেন পাঁচ জন। শেখ আব্দুল মাজেদের সঙ্গে আরেক ইউপি সদস্য প্রার্থী মুজিবুর রহমানের সমর্থকদের সংঘর্ষ হয়।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার পর নাভারণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঢাকাপাড়া ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সংঘর্ষে ইউপি সদস্য প্রার্থী ও নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ আব্দুল মাজেদ ছাড়া বাকি আহতরা হলেন— নাভারণ গ্রামের আতিয়ার রহমানের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৬), দুলাল বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম (৪১), খায়রুল সরদারের ছেলে শামীম হোসেন (৪০) ও শাহাদত হোসেনের ছেলে সাহাবুদ্দিন (৩৩)। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, ইউপি সদস্য মুজিবুর রহমানের নিজ গ্রামে ভোটকেন্দ্র হওয়ায় আগে থেকেই ভোটকেন্দ্র দখলের হুমকি দিয়ে রেখেছিলেন। সকালে ভোটগ্রহণ শুরু হলে ১০টার দিকে ঢাকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মুজিবুর রহমানের সমর্থকরা অবস্থান নেন। এসময় শেখ আব্দুল মাজেদের কর্মী-সমর্থকরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সংঘর্ষের তথ্য নিশ্চিত করে বলেন, নাভারণ ইউনিয়নের ঢাকাপাড়ার একটি কেন্দ্রে সংর্ঘষ ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন বলে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

নির্বাচনি সহিংসতা সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর