Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনাবাহিনীর ৯৬৩ নবীন সদস্যের শপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২১ ২০:০২ | আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২২:২৯

খাগড়াছড়ি: বাংলাদেশ সেনাবাহিনীর ৯৬৩ জন নবীন সদস্য প্রশিক্ষণ শেষে শপথ নিলেন খাগড়াছড়ির দীঘিনালায়। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দেশমাতৃকার সেবায় নিজেদের আত্মনিয়োগের পাশাপাশি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষায় প্রস্তুত থাকবেন— নবীন সদস্যদের প্রতি এ আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল সাকিল আহমেদ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) খাগড়াছড়ির দীঘিনালায় অ্যাডডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত রিক্রুট ব্যাচ ২০২১-এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এসময় তিনি চ্যাম্পিয়ন ও রানার-আপ কোম্পানি এবং সেরা রিক্রুটের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার মোহাম্মদ আলী রেজা, গুইমারা রিজিয়ন কমান্ডার আ স ম রিদুওয়ানুর রহমান ও ফরমেশন অ্যাডহক রিক্রুট প্রশিক্ষণ সেন্টারের প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল এহসানুল হক ভূঁইয়াসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে প্যারেড কমান্ডার ছিলেন মেজর মো. তুহিন রহমান। কুচকাওয়াজ অনুষ্ঠানে শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ সোবাহিনীর পদাতিক কোরের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩১৩ জন ও বাংলাদেশ ইনফ্যান্টি রেজিমেন্টের ৬৫০ জনসহ ৯৬৩ জন রিক্রুট নবীন সৈনিক হিসেবে নিজ নিজ ইউনিটে যোগদান করেন।

সারাবাংলা/টিআর

নবীন সদস্যের শপথ সেনাবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর