গাজীপুরে কেমিক্যাল কারখানায় আগুন
১১ নভেম্বর ২০২১ ১৬:৩৪ | আপডেট: ১১ নভেম্বর ২০২১ ১৬:৪১
গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ী বিসিক এলাকায় এক কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে। ডাইসিন কেমিক্যাল কোম্পানির গোডাউনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশে থাকা লাইফ টেক্সটাইল লিমিটেডে আগুন ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ডায়াসিন কেমিক্যাল নামে একটি কারখানার আগুন দেখতে পায়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, ‘দুপুর ১২টায় আগুন লাগার সংবাদ পাই। পরে কালিয়াকৈর ২টি, বিবিএল ২টি, জয়দেবপুর ১টিসহ সর্বমোট ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা যাবৎ আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।’
তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
সারাবাংলা/একে