Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম চালানে এলো ১০ লাখ, আরও ২২ লাখ ভ্যাকসিন দেবে পোল্যান্ড

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২১ ২০:২৩ | আপডেট: ১০ নভেম্বর ২০২১ ২১:৪৯

ঢাকা: অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ৩২ লাখেরও বেশি ডোজ ভ্যাকসিন বাংলাদেশকে উপহার দিচ্ছে পোল্যান্ড। এরই মধ্যে প্রথম চালানে ১০ লাখেরও বেশি ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে। ১১ নভেম্বর ও ১৪ নভেম্বর আরও দুই চালানে বাকি ২২ লাখ ভ্যাকসিন দেশে আসবে। পোল্যান্ড জানিয়েছে, বন্ধুত্বের নিদর্শন হিসেবে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে বাংলাদেশকে।

বুধবার (১০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার কাছে প্রথম চালানের ১০ লাখ ২৭ হাজার ২৯০ ডোজ ভ্যাকসিন হস্তান্তর করেন দিল্লিতে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকোস্কি। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জানা যায়, বাংলাদেশকে পোল্যান্ড মোট ৩২ লাখ ৭২ হাজার ৮৮০ ডোজ ভ্যাকসিন দিচ্ছে। এসব ভ্যাকসিন সম্পূর্ণ নিজ খরচে বাংলাদেশে পৌঁছে দেবে দেশটি।

পোল্যান্ড বলছে, আজ বুধবার (১০ নভেম্বর) প্রথম চালানে ঢাকায় এসেছে ১০ লাখ ২৭ হাজার ২৯০ ডোজ ভ্যাকসিন। আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় চালানে আসবে ৯ লাখ ২০ হাজার ৭৯০ ডোজ ভ্যাকসিন। আর রোববার (১৪ নভেম্বর) তৃতীয় ও শেষ চালানে আসবে বাকি ১৩ লাখ ২৪ হাজার ৮০০ ডোজ ভ্যাকসিন।

দিল্লিতে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকোস্কি বলেন, ‘দ্রুত সহযোগিতার মাধ্যমে দুই দেশই মহামারি কাটিয়ে উঠতে পারবে।’ এ সময়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. খুরশেদ আলম বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পোল্যান্ডকে ধন্যবাদ জানান।

সারাবাংলা/টিএস/টিআর

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পোল্যান্ডের উপহার ভ্যাকসিন

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর