Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউপিডিএফ সভাপতিসহ ২৭ আসামিকে আত্মসমর্পনের নির্দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২১ ১৮:২৮

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় সভাপতি প্রসীত বিকাশ খীসা।

রাঙ্গামাটি: ২০১৮ সালের একটি হত্যা মামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কেন্দ্রীয় সভাপতি প্রসীত বিকাশ খীসাসহ ২৭ আসামিকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশন দিয়েছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুকের আদালত।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন: রঞ্জন মনি চাকমা জেনিট (৫২), সবিচ চাকমা সজল সুকর্ণ (৫৭), শান্তিদেব চাকমা সানি (৫০), সুমেট চাকমা (৪৫), উদয় শংকর চাকমা (৫২), প্রমোদ বিকাশ খীসা (৫৩), অমর জীবন চাকমা (৫৫), সর্বানন্দ চাকমা মকানন্দ (৪১), কানন কুসুম চাকমা (৪৭), রবি চন্দ্র চাকমা (৪৮), বিমল চাকমা উদয় (৫০), সুবিকাশ চাকমা (৩৭), সুজন মনি চাকমা (৩২), মধুরঞ্জন চাকমা (৪৮), অনিল চাকমা (৩০), সুপন চাকমা সুশীল জীবন (৫২), জ্যোতিলাল চাকমা(৫২), বিদ্যাময়ী ডিএম (৪০), অমর কান্তি চাকমা (৫০),কালামনি চাকমা (৩০), বৌধিসত্য চাকমা রিচার্জ (৪৪), বাবুল চাকমা (৩৫), তুষাণ চাকমা (৩০), সুশীল চাকমা (৩০), রহিম চাকমা (২৫) ও বিবিদ রতন চাকমা (২২)।

বিজ্ঞাপন

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ এপ্রিল কালুময় চাকমা নামের এক ব্যক্তিকে তার নানিয়ারচরের বাসা থেকে তুলে নেয় সন্ত্রাসীরা। পরে বেতছড়ি শ্মশান থেকে কালুময় চাকমার দাহ করা লাশ উদ্ধার করা হয়। কালুময় চাকমার হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে অ্যাডমিশন চাকমা নামের এক ব্যক্তি বাদী হয়ে রাঙ্গামাটির নানিয়ারচর থানায় ইউপিডিএফ সভাপতি প্রসীত বিকাশ খীসাসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর কোনো আসামি গ্রেফতার হয়নি।

এ ব্যাপারে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার বলেন, ২০১৮ সালের ওই হত্যা মামলায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তাই বিজ্ঞ আদালত আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন বলে জানতে পেরেছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বা শান্তি চুক্তি করে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। সে সময় জেএসএসের সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি প্রসীত বিকাশ খীসা চুক্তির বিরোধিতা করে পাহাড়ে পূর্ণ সায়ত্বশাসনের দাবিতে ১৯৯৮ সালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গড়ে তোলেন। ২০০০ সালে নানিয়ারচরে তিন বিদেশি অপহরণের ঘটনায় দেশে-বিদেশে আলোচিত হয়ে ওঠে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ। প্রতিষ্ঠাতার সময় থেকেই প্রসীত বিকাশ খীসা দলটির শীর্ষ নেতা হিসেবে রয়েছেন।

সারাবাংলা/একেএম

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর