২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে
১০ নভেম্বর ২০২১ ১৮:২৪ | আপডেট: ১০ নভেম্বর ২০২১ ২০:০৯
ঢাকা: দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। আগের দিন দেশে এই সংখ্যা ছিল তিনজন। একই সময়ে নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন ২০৬ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা হয়েছে ২৩৫ জন। আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল ১ দশমিক ১৮ শতাংশ, গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ১ দশমিক ৩১ শতাংশ।
বুধবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর এ সব তথ্য জানানো হয়।
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৩৪টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫০টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬২৭টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৮ হাজার ২৩টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৯৮৭টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫ লাখ ৩৫ হাজার ৬৬১টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ লাখ ৭ হাজার ৪৭৫টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ২৯ লাখ ১৮ হাজার ৪৫৪টি।
২৪ ঘণ্টায় বেড়েছে শনাক্ত ও সংক্রমণের হার
আগের দিন দেশে ২০৬ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ২৩৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩১ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ১৮ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৯৩ শতাংশ। যা আগের দিন ছিল ১৪ দশমিক ৯৫ শতাংশ।
সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে
গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা কমেছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৩৫৬ জন। গত ২৪ ঘণ্টায় তা কমে হয়েছে ২৭১ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৩৫ হাজার ৬৬১ সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ।
মৃত্যুর সংখ্যা কমেছে
আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু কমেছে। আগের দিন করোনার সংক্রমণ নিয়ে তিনজনের মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুইজন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট ২৭ হাজার ৯০৬ জন মারা গেলেন। সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
পুরুষ ও নারীর মৃত্যুর পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় যে দুইজন জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া পুরুষের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৮৬২ জনে। আর করোনা সংক্রমণ নিয়ে মৃত নারীর সংখ্যা ১০ হাজার ৪৪ জনে। এ পর্যন্ত পুরুষ রোগীর মৃত্যুর হার ৬৪ দশমিক শূন্য ১ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৫ দশমিক ৯৯ শতাংশ।
বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান
বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় যে দুইজন মারা গেছেন তাদের মধ্যে শুধু ৭১ থেকে ৮০ বছর বয়সীরা রয়েছেন। ওই দুইজনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মৃত্যু শুধু ঢাকা ও চট্টগ্রাম বিভাগে
গত ২৪ ঘণ্টায় সারাদেশের মধ্যে ঢাকা বিভাগে এক জন ও চট্টগ্রাম বিভাগে একজন সংক্রমণ নিয়ে মারা গেছেন। এই সময়ে খুলনা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও রংপুর— এই ছয় বিভাগের কোনোটিতেই করোনায় মৃত্যু নেই।
সারাবাংলা/একে