Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে যৌক্তিক বললেন অর্থমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২১ ১৭:৪৩

ফাইল ছবি: আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: জ্বালানি তেলের দাম বাড়ায় ট্রাক, বাস, লঞ্চসহ অন্যান্য গণপরিবহনে ভাড়া বেড়েছে। এমনকি এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের দামে। যা জনগণের ওপর বাড়তি চাপ। আর এই চাপকে যৌক্তিক বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী বলেন, পুরোটাই যৌক্তিক। সরকার কোত্থেকে টাকা পাবে? রেভিনিউ অর্জন করেই সরকারকে কাজ করতে হচ্ছে। তারপরও সরকার যতটুকু সম্ভব এটা সামঞ্জস্য করে দেয়।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থ মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে। এর কোনো বিকল্প ছিল কি না?— এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্ববাজারে দাম কমলে আমরা তেলের কমিয়ে দিই, আবার দাম বাড়লে বাড়িয়ে দিই। যারা ভোক্তা, কিছুটা তাদের বহন করতে হবে। আপনাদের বুঝতে হবে এখনকার দাম কত। বাকিটা সরকারকে বহন করতে হচ্ছে।’

বিপিসি ৪৩ হাজার কোটি টাকা লাভ করার পরেও জ্বালানি তেলের দাম কমেনি কেন?— এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘সরকার টাকা নিয়ে কী করবে? এই যে সেফটিনেট প্রকল্পগুলো আছে, এগুলো তো সরকার টাকা প্রিন্ট করে চালাচ্ছে না। সরকারকে টাকা আয় করে চালাতে হয়। এগুলো তো শেয়ার করতে হয়। তারপরও সরকার যতটুকু পারে শেয়ারিং করে। সামান্য যেটা না হলে নয় সেটা ভোক্তার ওপর দেওয়া হয়।’

বাসভাড়া বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার দাবি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘আগে আমাকে জানতে হবে মূল্যবৃদ্ধির কারণ। আমি যদি দেখি কোনো ভিত্তি ছাড়াই দাম বাড়ানো হয়েছে, সেটা বিবেচনা করার অবশ্যই সুযোগ রয়েছে।’

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দাম যখন আন্তর্জাতিক বাজারে কম ছিল তখন সবাই সুবিধা পেয়েছে। এখন দাম বেড়েছে। কী পরিমাণ বেড়েছে সেটা ওয়েবসাইটে গেলে সবাই বুঝতে পাববেন।’ তিনি বলেন, ‘আমরা তেল উৎপাদন করি না, আমরা ভোক্তা। আমরা রিসিভ করি। ফলে এখানে আমাদের হাত দেওয়াও সম্ভব নয়। তারপরও আমরা চেষ্টা করব, যে পরিমাণ দাম বাড়বে সে পরিমাণ যেন ভোক্তারা সহ্য করতে পারে।’

তিনি বলেন, ‘অর্থমন্ত্রী হিসেবেও আমার দায়িত্ব রয়েছে। আমাকে রেভিনিউ জোগান দিতে হয়। রেভিনিউ জোগান দিতে না পারলে প্রকল্প বাস্তবায়ন করা যাবে না, আমরা পিছিয়ে যাব। কিন্তু আমরা পিছিয়ে যেতে চাই না। আমরা শেয়ারিংয়ের মাধ্যমে কাজটি করব।’

সারাবাংলা/জিএস/পিটিএম

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর