Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠির উপজেলা চেয়ারম্যানকে দেওয়া দুদকের তলবি নোটিশ স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২১ ১৭:০১

ফাইল ছবি

ঢাকা: ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানকে হাজির হওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে নোটিশটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে করেছেন আদালত।

বুধবার (১০ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসিফ হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও মো সাইফুর রহমান সিদ্দিকী।

অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে বক্তব্য শ্রবণ ও গ্রহণ করতে দুদক কার্যালয়ে হাজির হওয়ার জন্য তাকে গত ১০ অক্টোবর নোটিশ পাঠানো হয়। নোটিশে ৩১ অক্টোবর সকাল ১০টায় হাজির হতে বলা হয়।

সেই নোটিশ চ্যালেঞ্জ করে খান আরিফুর রহমান ২৪ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত আজ দুদকের নোটিশ তিন মাসের জন্য স্থগিত করেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

তলবি নোটিশ দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর