Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতুর পিচ ঢালাইয়ের কাজ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২১ ১৬:০৯

দ্মাসেতুতে পিচ ঢালাইয়ে কাজ করা হচ্ছে, ছবি: সারাবাংলা

মুন্সীগঞ্জ: পদ্মাসেতুতে পিচ ঢালাইয়ে কাজ শুরু হয়ছে। বুধবার (১০ নভম্বের) সকালে এই পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়।

বুধবার দুপুরে পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে আব্দুল কাদের জানান, আজ ৪০ নম্বর পিলার থেকে পিচ ঢালাইয়ের কাজ শুরু হলো। প্রায় ৩০০ মিটার পিচ ঢালাই করা হবে। ধারাবাহিকভাবে কাজ করলে এই পিচ ঢালাইয়ের কাজ শেষ হতে প্রায় ৪ মাস লাগবে। বর্তমানে আড়াই ইঞ্চি পুরু করে পিচ ঢালাই করা হচ্ছে। পরে এর উপর আরও দেড় ইঞ্চি পিচ ঢালাই করা হবে।

পিচ ঢালাই কাজের পাশাপাশি আগামী মাস থেকে সড়কবাতি লাগানোর কাজও শুরু হবে বলেও জানিয়েছেন পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।

এর আগে গত ১৩ জুলাই পরীক্ষামূলক পিচ ঢালাইয়ের কাজ করা হয়েছিল। তখন সেতুর জাজিরা প্রান্তে ৪১ নম্বর স্প্যানের রোডওয়েতে পিচ ঢালাইয়ের কাজ করা হয়।

সারাবাংলা/এনএস

পদ্মাসেতু পিচ ঢালাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর