বাংলালিংকের বিরুদ্ধে নগর বাউল ও মাইলসের ২ মামলা
১০ নভেম্বর ২০২১ ১২:৪৫ | আপডেট: ১০ নভেম্বর ২০২১ ১৪:০৩
ঢাকা: টেলিকম অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট ভঙ্গের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউল ও মাইলস।
মামলা করতে বুধবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে আদালতে আসেন নগর বাউলের প্রধান ভোকাল ও গিটারিস্ট ফারুক মাহফুজ আনাম জেমস এবং মাইলসের প্রধান গায়ক শাফিন আহমেদ ও হামিন আহমেদ। শুনানি শেষে আদালত এ বিষয়ে জবাব দেওয়ার জন্য বাংলালিংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেন।
নগর বাউলের অভিযোগ, ‘দুখিনী দুঃখ’, ‘জিকির’, ‘লুটপাট’, ‘সুস্মিতা’ ও ‘যার যার ধর্ম’ গানগুলো ২০০৭ সাল থেকে ব্যবহার করে আসছে বাংলালিংক। গান ছয়টির নিবন্ধন নম্বর ১২৪৫৯। এ বিষয়ে বাংলালিংককে একাধিক নোটিশ দিয়েও তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
অন্যদিকে ‘নীলা’ ও ‘ফিরিয়ে দাও আমার প্রেম’সহ তিনটি গান কপিরাইটের অভিযোগ এনেছেন মাইলসের হামিন আহমেদ ও শাফিন আহমেদ।
আরও পড়ুন:
প্রসঙ্গত, বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় গায়কদের একজন জেমস। আশির দশকে গড়ে ওঠা ‘ফিলিংস’ ব্যান্ডের অন্যতম সদস্য। পরে নব্বইয়ের দশকে গড়ে তোলেন ‘নগর বাউল’ ব্যান্ড। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ফিলিংসের প্রথম ‘স্টেশন রোড’ অ্যালবামেই নজর কাড়েন, জনপ্রিয়তা পায় তার সলো অ্যালবাম ‘অনন্যা’ও। তবে ফিলিংসের ‘জেল থেকে বলছি’ অ্যালবামের ভিন্ন গায়কি দিয়েই তারুণ্যের উন্মাদনার আরেক নামে পরিণত হন জেমস।
একের পর এক ব্যান্ড আর সলো অ্যালবাম দিয়ে নব্বইয়ের দশক মাতিয়ে রেখেছিলেন জেমস। একটা সময় পরিচিতি পান ‘নগর বাউল’ হিসেবে। ওই সময়ের অডিও ইন্ডাস্ট্রিতে জেমসের উপস্থিতি মানেই মিক্সড অ্যালবামেরও হিটের নিশ্চয়তা হিসেবে বিবেচিত হতো। নতুন শতকের শুরুর দিকে এসে জেমস দেশের সীমানা পেরিয়ে পা রাখেন বলিউডে। সমান জনপ্রিয়তা অর্জন করেন সেখানেও।
মাইলস বাংলাদেশের একটি বিখ্যাত এবং জনপ্রিয় ব্যান্ড। মাইলস এর জন্ম ১৯৭৯ সালে। এ সময় তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালে সপ্তাহে ৫ দিন বাজাতেন। এতে তারা সন্তুষ্ট ছিল, কিন্তু তারা তাদের প্রথম বাংলা মিউজিক অ্যালবাম বের করার পরপর-ই জনপ্রিয় হয়ে যায়।
বাংলাদেশ টেলিভিশনে মাইল্স্ হিসেবে তাদের প্রথম অংশগ্রহণ ১৯৮২ সালে। ওই বছরই মাইলস শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১৫০০ সংগীত পিপাসু দর্শকের সামনে তাদের প্রথম সরাসরি কনসার্ট করে। ১৯৮২ সালে তারা তাদের প্রথম অ্যালবাম বের করে ইংরেজি ভাষায়। তাছাড়া তাদের প্রথম অ্যালবামটিও ছিল ইংরেজিতে। ও সময় কিছু লোক বলেছিল যে, মাইলস বাংলা গান রচনা করতে পারে না, তারপরই মাইলস তাদের প্রথম বাংলা মিউজিক অ্যালবাম বের করে, অ্যালবামটির নাম ‘প্রতিশ্রুতি’। এই অ্যালবামের ‘চাঁদ তারা’ গানটি খুব জনপ্রিয় হয়। তাছাড়া বাকি গানগুলোও জনপ্রিয় হয়েছিল। ১৯৯৩ সালে তারা তাদের চতুর্থ মিউজিক (দ্বিতীয় বাংলা মিউজিক) অ্যালবাম ‘প্রত্যাশা’ বের করে, যা বিস্ময়কর সাফল্য অর্জন করে।
সারাবাংলা/এএম