Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেল পাচার রোধে নজরদারি বাড়িয়েছে বিজিবি

লোকাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২১ ১১:২২

বেনাপোল: বেনাপোল বন্দর দিয়ে ডিজেল-কেরোসিন পাচার ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে বেনাপোল বন্দরের আমদানি-রফতানি গেটে তেল পাচার রোধে তদারকি করতে দেখা যায় বিজিবি সদস্যদের।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, ভারতে জ্বালানি তেল পাচার রোধে অতিরিক্ত নজরদারি বাড়াতে হেডকোয়ার্টার্স থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। যার ফলে ১০ দিন আগে থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকগুলোর জ্বালানি তেল স্কেল দিয়ে পরিমাপ করা হচ্ছে ও নোট করে রাখা হচ্ছে। মালামাল খালাস করে ট্রাকগুলো ভারতে ফিরে যাওয়ার সময় আবারও স্কেল দিয়ে পরিমাপ করা হচ্ছে। আর পূর্বের নোট করে রাখা তেলের পরিমান মিলিয়ে ছাড়া হচ্ছে।

তিনি জানান, যদি কোনো ট্রাক ভারতে ফিরে যাওয়ার সময় পূর্বের তুলনায় জ্বালানি তেল বেশি পাওয়া যায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত ১০ দিনে ভারতে ফেরার সময় কোনো ট্রাকে জ্বালানি তেল বেশি পাওয়া যায়নি বলেও জানান তিনি।

সারাবাংলা/এএম

তেল পাচার বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর